বান্দরবান প্রতিনিধি:
দেশের বিভিন্ন সময়ে জনসাধারণের হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ৯,৯৪,০০০/- ( নয় লাখ চুরানব্বই হাজার) টাকা এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৬৮,২৫০/- (আটষট্টি হাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধারের পর তা মূল মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন) রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ২ এপিবিএন মেঘলা বান্দরবান কার্যালয়ে বিভিন্ন জেলার জনসাধারণের হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে তা মূল মালিকের কাছে হস্তান্তর করেন।
এ তথ্যটি জানায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।
প্রেস ব্রিফিং কালে তিনি বলেন, দেশের যেকোন জয়গায় হারানো মোবাইল সংক্রান্ত যে কোন থানায় জিডি হোকনা কেনো তা উদ্ধারে সহায়তা করবে এপিবিএন।স্মার্ট বাংলাদেশ স্মার্ট পুলিশ গঠনে এপিবিএন ও বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সেবা সকলের জন্য উন্মুক্ত।
মুক্তাগাছা, ময়মনসিং এপিবিএন এর হেডকোয়ার্টার এবং রিয়ার হেডকোয়ার্টার সাইবার সেলটি মেঘলা বান্দরবানে রয়েছে।
এই দুইটি সেলের অধিনে ৬ টি সাইবার টিম কাজ করছে,এই সাইবার টিম গুলোর মাধ্যমে প্রতি মাসেই দেশের বিভিন্ন থানায় মামলা,মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস এর সমস্যা গুলো এপিবিএন এর হেডকোয়ার্টার এর ক্রিমিনাল এনালাইসিস শাখার মাধ্যমে তা উদ্ধারে কাজ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল করিম, ক্যাম্প ইনচার্জ, মোঃ শওকত আলী, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ, এএসআই মোঃ আব্দুল গণি,ইন্টেলিজেন্স উইং বান্দরবান শাখার ইনচার্জ, এএসআই মোঃ রবিউল করিম সিকদার সহ ভুক্তভোগী মূল মালিকগণ।