বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পিঠা মেলার মধ্য দিয়ে বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ ফেব্রুয়ারী সকাল ১১টা নাগাদ বান্দরবান বিশ্ববিদ্যালের উদ্যোগে বসন্ত ও পিঠা উৎসব ১৪৩০ বঙ্গাব্দ অনুষ্ঠিত হয়।
উৎসবের পুরো ক্যাম্পাসটি সাজিয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কালচারাল গ্রুপের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরভাবে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো: ইকবাল, ড: মো: নুরুল আবছার, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ইসলান কোম্পানী প্রমুখ।
এছাড়াও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন।