হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ২১ ফ্রেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজস্থলী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ, শিক্ষক, উপজেলা প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ও রাজনৈতিক সংগঠন।
এদিকে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। উপজেলা ওসি এলএসডি অশোক ভৌমিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহবুব এলাহী, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমংমারমা,রবার্ট ত্রিপুরা প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্গন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও রাজস্থলী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যােগে পবিত্র কোরআন খতম ও দোয়া মোনাজাত করা হয়।