অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:-
রাঙামাটির কাপ্তাই জোন (অটল ছাপান্ন) এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে জোনের আওতাধীন আফজাল হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
এসময় কাপ্তাই ৪১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি, কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসি, কাপ্তাই বিএন শহীদ মোয়াজ্জম নৌঘাঁটির উপ অধিনায়ক কমান্ডার ওয়াসিম উল বারী সহ আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান কাপ্তাই জোন অটল ছাপান্ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নূর উল্ল্যাহ জুয়েল পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার অটল ছাপ্পান্ন’র প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, অপারেশন উত্তরনের আওতায় কাপ্তাই জোন পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রতি, উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় অদূর ভবিষ্যতে কাপ্তাই জোনের বর্তমান অবস্থান যেন অব্যাহত রাখতে পারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে অটল ছাপ্পান্ন’র উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী,
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, কেপিএম এর উৎপাদন বিভাগীয় প্রধান মোঃ মইদুল ইসলাম, প্রশাসনিক বিভাগীয় প্রধান আব্দুল্লা আল মাহামুদ, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির এবং উমেচিং মারমা সহ কাপ্তাই প্রেস ক্লাব নেতৃবৃন্দ,ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জোনের সেনা সদস্যরা।
এদিকে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির নেতৃত্বে জোন অফিসার দের উপস্থিতিতে কেক কেটে ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।