হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে উপকারভোগীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের অধীনে সিপিপি পিএইপি ২ প্রকল্প রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।
উপজেলার বিভিন্ন অঞ্চলের ১০ জন উপকারভোগীকে নিয়ে পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র রাইখালী, কাপ্তাইসহ রাঙ্গামাটির বিভিন্ন দর্শনীয় স্থানে সফরের আয়োজন করে সংস্থাটি।
এই শিক্ষা সফরে বিভিন্ন পর্দশনী প্লট ও বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনে সহায়তা করেন পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র রাইখালীর
বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা হ্লাচনু মারমা।
এই শিক্ষা সফরে আরো উপস্থিত ছিলেন কারিতাস রাজস্থলীর মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, মাঠ সহায়ক ছাইন থোয়াই গ্য চাক, মোহাম্মদ রবিউল ইসলাম সোহেলসহ উপকারভোগীবৃন্দ।