লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের নির্বাচন কে কেন্দ্র করে প্রায়ই ডজন খানেক চেয়ারম্যান প্রার্থী প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নির্বাচনের প্রচার জানান দিতে দেখা গেছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলার ঐতিহ্যবাহী খাজুরতলী মনুখাঁ জামে মসজিদ জুমার নামাজের পর থেকে নির্বাচনী প্রচারের যাত্রা শুরু মোহাম্মদ মাসুম মোল্লা।
মাসুম মোল্লা লাহারকান্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড হাবিবপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি একাধারে রাজনীতিবীদ,সমাজসেবক,শিক্ষানুরাগী ও লক্ষ্মীপুর জেলা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।তিনি লাহারকান্দী ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও জেলা যুবলীগ নেতা ছিলেন।
এছাড়াও তিনি আত্ম সামাজিক কর্মকান্ড ও অসহায়দের সাহায্যের লক্ষ্যে প্রতিষ্ঠিত করছেন রহমানিয়া ফাউন্ডেশন,রহমানিয়া ফাউন্ডেশনের উদ্যেগে প্রতিবছর অসহায়দের ঘর নির্মান,শীতার্তদের শীতবস্ত্র বিতরন,অসহায় এতিমদের পড়ালেখার ব্যবস্থা করা,গরীব মেয়েদের বিয়ের খরচ বহন,অসহায়দের ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরন সহ সামাজিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেন এবং লাহারকান্দী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্যের দায়িত্বরত আছেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী মাসুম মোল্লা বলেন,জনগনের সেবা বর্তমানে নেশা হয়ে দাঁড়িয়েছে। জীবনে উপার্জিত অর্থ থেকে যত টুকু পেরেছি অসহায়দের পাশে দাঁড়িয়েছে। জনগন যদি পাশে থাকে তাহলে বৃহৎ পরিসরে এ ইউনিয়নবাসী সেবার সুযোগ পাবো। আমি আশাবাদী জনগন আমাকে নিরাশ করবে না। চেয়ারম্যান হই বা না হই জনগনের পাশে আজীবন থাকবো ইনশাল্লাহ।
প্রসঙ্গত: সীমানা নির্ধারন মামলা জটিলতার কারনে সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়ন সহ ৫ টি ইউপি নির্বাচন নিয়মিত না হওয়ায়, যে কোনো মুহুর্তে নির্বাচন তফসিল হতে পারে।