অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
রাঙ্গামাটি কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশুগণ শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১১ফেব্রুয়ারি) শিল্পএলাকা তালপট্টি গণশিক্ষা কেন্দ্রে সকাল ১০টায় ২০২৩সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গণশিক্ষা কেন্দ্র শিক্ষক মো.কবির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করে ইসলামিক ফাউন্ডেশন সাধারন কেয়ারটেকার হাফেজ জালাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিএফআইডিসি এলপিসি কাপ্তাই শাখার ইউনিট প্রধান তীর্থ জিৎ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষীত মহিলা ইউপি সদস্য সেলিনা পারভীন ও বিএফআইডিসি জামে মসজিদ ইমাম মাওলানা আনোয়ার হোসেন সাইফী। প্রধান অতিথি বলেন গণশিক্ষার শিক্ষা ও শিক্ষককের পড়ালেখার মান অত্যন্ত ভাল। তিনি অত্র শিশুকেন্দ্রের ভুয়াসী প্রশংসা করেন। কেন্দ্রের পুরস্কার সার্বিক সহযোগীতা করে ডাক্তার আনিসুর রহমান মিজান ও প্রকৌশলী জুয়েল হোসেন। এসময় সকল অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে সকলের জন্য দোয়া মুনাজাত করা হয়।