সাইফুল ইসলাম ‘রামগড় প্রতিনিধি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে আইএফআইসি ব্যাংকের উপ শাখা উদ্বোধন ‘গ্রাহককে সেবায় সাফল্যে ‘আস্থার প্রতিশ্রুতি দিয়ে (৩১ জানুয়ারী) বুধবার দুপুরে হাফেজ শফিং কমপ্লেক্স (পুরাতন কৃষি ব্যাংক ভবন)২য় তলায় এ উপ শাখার ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়।
আইএফআইসি ব্যাংকের খাগড়াছড়ি উপ শাখার ব্যবস্থাপক জয়নাল আবদীন এর সঞ্চালনায় রামগড় শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ‘৪নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্ল্যাহ’ উপজেলা পরিষদ এর নারী সদস্য ও ৪,৫,৬ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর কনিকা বড়ুয়া ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস চৌধুরী ‘রামগড় উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুর রহমান ‘ রামগড় উপ শাখার ব্যবস্থাপক কৌসিফ চন্দ্র দাস সহ রামগড় উপজেলার বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ রাজনৈতিক বৃন্দ সুশীল ব্যক্তি বর্গ ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।