মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি এবং বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক আল্লামা মুফতি কে এম বিন ইয়ামিন উচ্চতর শিক্ষা অর্জনে বিদেশগমন উপলক্ষে মানিকছড়িতে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় মানিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত মানিকছড়ি উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা বেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ নিজামী, সহ-সভাপতি মাওলানা আহমদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, যুগ্ন সাধারণ সম্পাদক কাউসার হামিদ রুকন, মাওলানা আবুল কাশেম, মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন কোম্পানি, সহ-সাংগঠনিক সম্পাদক মৌলভী মঈনুল হক, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কবির, মহামুনি জামে মসজিদের খতিব মুফতি জসিম উদ্দিন, জৈনপুর দরবার শরীফের খলিফা মাওলানা মুফতি শেখ বাহাউদ্দিন, হাজীপাড়া জামে মসজিদের সভাপতি মো. মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিনসহ বিভিন্ন সুন্নী সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদায়ী অতিথিকে উপজেলা আওয়ামী ওলামালীগ, আহলে সুন্নাত ওয়াল জামাত, উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র, মানিকছড়ি দারুল আরকাম মাদ্রাসা, গাউছিয়া কমিটি বাংলাদেশ, হাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা ইমাম ও ওলামা সমিতি, দ্বীণি সেবা ফাউন্ডেশন বাংলাদেশ, ফটিকছড়ির পিলখানা জামে মসজিদ, একসত্যাপাড়া স্কুল টিলা জামে মসজিদ, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি খাগড়াছড়িসহ বিভিন্ন সুন্নী সংগঠন ও আলেম ওলামাগণের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় বিদায়ী সংবর্ধিত অতিথি মুফতি কে এম বিন ইয়ামিন বলেন, ‘দীর্ঘ কয়েক বছর যাবৎ এই উপজেলার সাধারণ মানুষের সাথে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সেবামূলক কাজ করার সুযোগ হয়েছে। সেই সুবাদে স্থানীয় উপজেলা চেয়ারম্যান শ্রদ্ধেয় মো. জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা মাঈন উদ্দিন ভাই, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক ভাইসহ এখানকার সর্বস্তরের মানুষের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি। যার ফলে এই যাত্রায় মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি সকলের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি’।