মংহাইসিং মারমা;বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটন স্পট ‘দেবতাকূম’ প্রায় এক বছর তিন মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে এ প্রত্যাহার আগামী সোমবার(২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
গত ১৭ অক্টোবর ২০২২ থেকে রোয়াংছড়ি, রুমা ও থানচি তিন উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর থানচি ও রুমা নিষেধাজ্ঞার প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ ছিল।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করে রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র ‘দেবতাকূম’ আগামী সোমবার(২২ জানুয়ারি) থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।
গণবিজ্ঞপ্তিতে তিনি বলেন, গতকাল বুধবার বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের পাঠানো চিঠির আলোকে রোয়াংছড়ি উপজেলা পর্যটন স্পট ‘দেবতাকূম’ আগামী সোমবার ২২ জানুয়ারি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে পর্যটকদের দূর্গম এলাকায় ভ্রমণে যাওয়ার আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। জেলার অন্যান্য উপজেলায় আগের মতো স্থানীয় ও বিদেশি পর্যটকেরা ভ্রমণ করতে পারবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাহাড়ের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোপন আস্তানায় সমতলের জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য ছিল। এ কারণে গত ৯ অক্টোবর ২০২২শে তিন উপজেলা রোয়াংছড়ি, রুমা ও থানচি প্রত্যন্ত এলাকাগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান শুরু হয়। নিরাপত্তার বিষয় বিবেচনা করে সে সময় তিন উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে রুমা ও থানচি উপজেলা ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দেয়া হলেও রোয়াংছড়ি উপজেলা পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ ছিল।
বান্দরবানের দেবতাকূমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার।
Leave a comment
Leave a comment