।।দিলোয়ারা আক্তার।।
।।কাউখালী প্রতিনিধি।।
শিক্ষা জাতীয় মেরুদণ্ড,যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি বুদ্ধিমত্তা ও উন্নতিতে এগিয়ে,উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায়,তারা বিজ্ঞান কে পুজিঁ করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে,তারই ধারাবাহিকতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে,আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মহোদ্বয়,যাকে বলা হয় ডিজিটাল বাংলাদেশ গড়ার একমাত্র রুপকার।তিনি দেশের সকল বিদ্যালয় পর্যায়ে মেধাকে কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
জেলা ও উপজেলা পর্যায়ে,তাই আজ ২-১২-২০২০ সকাল ১০ ঘটিকায় প্রতন্ত রাঙ্গামাটি উপজেলা পর্যায়ে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২০ অনুষ্ঠিত হয়।তন্মধ্যে “বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় ” এর ১ম স্থান অর্জন করেন।
তারপর জেলা পর্যায়ে ৪১ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড এবংজাতীয় বিজ্ঞান মেলায় প্রকল্প প্রদর্শনীতে “বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়” এর ৩য় স্থান অর্জন করেন।
এই মেলা ও প্রদর্শনীতে শিশু কিশোরীদের বিজ্ঞান ও মেধার বিকোশিত হবে এবং মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে রাঙ্গামাটি জেলা প্রশাসক মো:মামুনুর রশীদ সেমিনার আয়োজন করেন ও নিজ হাতে পুরস্কার তুলে দেন।