হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলী নুরুল উলুম নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারী) সকাল ১১ টায় রাজস্থলী বাজার জামে মসজিদের প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাওলানা আব্দুল মান্নানের সঞ্চালনায় এবং রাজস্থলী নুরুল উলুম নুরানী মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টারের মহাপরিচালক মাওলানা মীর মুহাম্মদ কাসেম সাহেব। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুখবিলাস তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা নাছির উদ্দীন, মাওলানা মুফতী সাইফুল ইসলাম, রাজস্থলী মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ঈমাম মাওলানা তাওহীদুল ইসলাম, উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম মুয়াজ্জিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, একজন মুসলিম অভিভাবক হিসেবে আমাদের সর্বপ্রথম কাজ হলো সন্তানদের ইসলামিক শিক্ষা প্রদান করা। ইসলামী শিক্ষা অর্জন করলে সন্তানরা সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারবে। পবিত্র কোরআনের শিক্ষা আমরা নিজেদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করলে সমাজের সমস্ত খারাপ কাজ অনেকাংশেই কমে আসবে। ধীরে ধীরে সমাজের সকল অন্যায় কাজ, মিথ্যা, চুরি, ধর্ষণ, ইভটিজিং ইত্যাদি কমে যাবে। ইসলাম প্রকৃত শান্তির ধর্ম। ইসলাম মানুষকে সঠিক পথ দেখায়। এসব চিন্তাধারা মানুষের উপলব্ধি হওয়ার জন্য ইসলাম শিক্ষার কোন বিকল্প নেই।
আলোচনা সভা শেষে নূরানী শিক্ষা শেষ করা শিক্ষার্থীদের বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।