মংহাইসিং মারমা;বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান সেনা জোনের উদ্যোগে গরিব ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃস্পতিবার (১১ই জানুয়ারি) বান্দরবান সেনা জোনের উদ্যোগে মেঘদুত ক্যান্টিনের সম্মুখ চত্বরে বান্দরবান জোনের আওতাধীন পৌরসভার নয়টি ওয়ার্ডের গরীব ও অসহায় ৪৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের উপ – অধিনায়ক মেজর এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি,বলেন, কনকনে এই শীতের সময় কে মোকাবেলা করতে সেনা জোনের উদ্যোগে বস্ত্র বিতরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে পৌরসভার মধ্যে বসবাসরত গরীব ও অসহায় মানুষের কিছুটা হলেও শীত মোকাবেলা করতে সহায়তা করবে। আমরা সম্প্রীতির বান্দরবানে সবাই মিলেমিশে একত্রে চলতে চাই। সেনা জোনের পক্ষ হতে এ ধরনের মহতি কর্মকাণ্ড বর্তমানের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এরই ধারাবাহিকতায় বান্দরবান পৌরসভার নয়টি ওয়ার্ডে বসবাসরত গরিব ও অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র জোনের স্টাফ অফিসার্স, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং সুবিধাভোগী জনসাধারণ।
উল্লেখ্য যে, আজকের এই শীত বস্ত্র বিতরণ ছাড়াও ইতিপূর্বে,বান্দরবান সেনা রিজিয়ন ও জোনের তত্ত্বাবধানে ৫৫০ জন গরিব ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণীর নতুন বই বিনামূল্যে ও তিন হাজারেরও বেশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
বান্দরবান সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
Leave a comment
Leave a comment