হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার সময় শেষ হয়েছে শুক্রবার রাত ১২ টায়। আগামীকাল রবিবার (৭ জানুয়ারী) নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে ছুটে যাবেন ভোটাররা।
আর ভোটারদের নিরাপত্তায় পুলিশ-প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি, গোয়েন্দা টিম, স্ট্রাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ১২টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট কার্যক্রম এবং এর দায়িত্বে থাকবেন প্রায় ১৬৮ জন কর্মকর্তা। ইতোমধ্যে শেষ হয়েছে সকল কর্মকর্তাদের প্রস্তুতি এবং প্রশিক্ষণ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন, এখন আশা করা যাচ্ছে নির্বাচন হবে উৎসবমূখর ও স্বতঃষ্ফুর্ত পরিবেশে।
এবারে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদারের শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় আশা করা হচ্ছে এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে সংঘাত-সহিংসতার ঘটনা ঘটবে না। তবে গত কয়েকদিন ধরে হঠাৎই মাথা জেগে উঠেছে পাহাড়ের বেশ কয়েকটি আঞ্চলিক দল। তারা বারবার বলছে পাহাড়ে নির্বাচন মানতে চায় না। এমন পরিস্থিতিতে আঞ্চলিক সংগঠনগুলো নতুন করে নির্বাচনকে কেন্দ্র করে আবারও সহিংসতার চেষ্টা করতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
এদিকে পরিস্থিতি যেমনই হোক না কেন ভোটারদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছে নির্বাচন কমিশন।
কাজ করছে সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনী। গত কয়েকদিন ধরে ‘গুরুত্বপূর্ণ’ সব এলাকায় অতিরিক্ত পুলিশের টহল চোখে পড়েছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল হক বলেন, প্রতিটি এলাকাকেই অতিরিক্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর হতে থানা পুলিশের সদস্যরা মাঠে কাজ করছে৷
এই পর্যন্ত উপজেলার কোন জায়গায় কোন ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। সবকিছু এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
রাজস্থলীই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে উপজেলার মোট ১২টি ভোটকেন্দ্রে কাজ করবেন প্রায় ১৬৮জন ভোটগ্রহণ কর্মকর্তা। ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। প্রশিক্ষণও দেওয়া হয়েছে এসব কর্মকর্তাদের।
নির্বাচন কমিশনের সূত্র বলছে, দ্বাদশ সংসদ নির্বাচনে রাজস্থলী উপজেলার ১২টি ভোটকেন্দ্রে কাজ করবেন প্রিজাইডিং কর্মকর্তা এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ মোট ১৬৮ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। তার মধ্যে রাজস্থলীতে ২০ হাজার ৫৫৬ জন।
রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নের ভোটকেন্দ্র :
গত ১৮ সেপ্টেম্বর একটি তালিকা প্রকাশ করে উপজেলা নির্বাচন অফিস। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৪টি ভোটকেন্দ্র রয়েছে। এগুলো হলো বলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২নং গাইন্দ্যা ইউনিয়নে ৪টি ভোটকেন্দ্র রয়েছে। রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, চুশাক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লংগদু সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নেও ৪টি ভোটকেন্দ্র : ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাকড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।