অর্ণব মল্লিক, কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি:-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার(৪ জানুয়ারী) কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় পোলিং এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কাপ্তাই বালুচরস্থ প্রশান্তি পার্কে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অংসুই ছাইন চৌধুরী।
এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সচিব ইব্রাহীম খলিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও প্রশিক্ষক সঞ্চালক মোঃ নজরুল ইসলাম লাভলু, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওয়েশ্লিমং চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ২২ কেন্দ্রের ১১৯ জন পোলিং এজেন্ট অংশ গ্রহণ করে। এসময় পোলিং এজেন্ট সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।