অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
জননেত্রী শেখ হাসিনার কল্যাণে কাপ্তাই উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন এর ছোঁয়া পৌঁছে গেছে। আবার আমি যদি নির্বাচিত হই তাহলে কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নকে মৌজার আওতায় আনা হবে। মঙ্গলবার (২ জানুয়ারি ) বিকেল ৩ টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার সংলগ্ন আনন্দমেলা মাঠে নির্বাচনী প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ২৯৯ নং সংসদীয় আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী দীপংকর তালুকদার একথা বলেন। নির্বাচনী প্রচারনা সভাটি জনসমুদ্রে রুপ নেওয়ায় তিনি সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানান।
ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সামসুল ইসলাম আজমীর এতে সভাপতিত্বে এইসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার আলম এর সঞ্চালনায় এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, প্রকৌশলী আবদুল লতিফ, কাজী মাকসুদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল সহ রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।