হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলী এবং বান্দরবান সদরের সীমান্তবর্তী ইসলামপুর কামরুন তৈয়্যব মহিলা মাদ্রাসায় বই বিতরণ উৎসব উপলক্ষে ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারী ২০২৪) সকাল ৯ টার সময় ইসলামপুর কামরুন তৈয়্যব মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এই বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মোঃ আকবার আলির সঞ্চালনায় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ নাজিম উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য শামসুল আলম, জয়নাল আবেদিন, মাওলানা আব্দুল গাফফার, সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ, আব্দুস সাত্তার আকন্দ, মুজিবুর রহমান, জমি দাতা ইছহাক সওদাগর, শিক্ষিকাবৃন্দসহ মাদ্রাসার ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, একজন মুসলিম হিসেবে আমাদের ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। প্রাথমিক পর্যায়ে মৌলিক বিষয়গুলো সঠিকভাবে নিজেদের আয়ত্ব করতে হবে। পরবর্তীতে যার যা হওয়ার ইচ্ছা সেটা হতে পারবে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ নার্স ইত্যাদি হতে চাইলেও পরবর্তীতে হওয়া সহজ। সেজন্য সবাইকে পড়ালেখায় মনোযোগী হতে হবে।