রিপন ওঝা, মহালছড়ি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহালছড়িতে সরকারি কলেজ অডিটোরিয়াম ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং কর্মকর্তা, সহপ্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা) ও মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে স্থানীয় জনগণের জনপ্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, বিশেষ অতিথি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল নির্বাচনের প্রয়োজনে সার্বিক ব্যবস্থায় ভোট সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা,
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুইনাচিং চৌধুরী, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা ও নির্বাচিত বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধিগণ, নির্বাচনকালীন সময়ের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও কর্মচারী প্রশিক্ষণ গ্রহণকারীগণ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসক পারভীন খানম
সভাপতিত্ব করেন। সভার শুরুর পূর্বে আগত অতিথিদের ফুলেল বরণ করা হয়।