(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়িতে আজ ২৮ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন সংস্থা লিন(LEAN) কর্তৃক দূর্যোগ ঝুঁকি হ্রাস নিরুপণ ও দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদ হলকক্ষে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভার আয়োজন করেছে।
উক্ত লিডারশীপ টু এডিকোয়েট নিউট্রিয়েশান(লিন) কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল।
এছাড়াও উপস্থিত ছিলেন লিন প্রকল্পের উর্ধ্বতন কর্মকতা ইউএলও ডাক্তার মোঃ মইনুল ইসলাম চৌধুরী, ইউএও মোঃ আলী জিন্নাহ, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, ইউএফপিও দীপময় তালুকদার, মোঃ আসাদ্দুজ্জামান, ডাক্তার রুপময় তংচঙ্গ্যা, প্রিয়বরণ চাকমা, আলোময় তালুকদার, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, মোঃ আলমগীর হোসেন, সুপন চাকমা, জিয়াউল ইসলাম,প্রমিত কুমার চাকমা, মানিক রঞ্জন খীসা, মোঃ সুমন মিয়া, তুষার কান্তি চাকমা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিক রিপন ওঝাসহ লিন প্রজেক্টের দাপ্তরিক কর্মকর্তা ও কর্মচারীগণ।
উক্ত মতবিনিময় সভায় মহালছড়ি উপজেলার সকল ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল গ্রামের সকল পাড়া মহল্লায় ঘটেছে এমন দূর্যোগ সম্পর্কে স্পষ্ট সমস্যা তুলে ধরা হয়েছে ও দূর্যোগ ঝুঁকি হ্রাস নিরুপণ ও দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা সম্পর্কে আলোকপাত করা হয়। এছাড়া পর্যায়ে গর্ভকালীন মাতার মাতৃত্বের পুষ্টির সচেতনতা গড়ে তোলা,সেবাযত্ন করা প্রভৃতি কার্যক্রমে উপস্থিত জনপ্রতিনিধি, দাপ্তরিক কর্মকর্তা সকলের সহযোগিতা কামনা করেন।