(রিপন ওঝা, মহালছড়ি)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা মার্কার সমর্থনে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের সকল ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধিসহ স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে আজ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ালীগের মাইসছড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আজকের উঠান বৈঠকে ৪নং মাইসছড়ি ইউনিয়নাধীন মাইসছড়ি বাজারের স্টল সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক নীলোৎপল খীসা, বিশেষ অতিথি হিসেবে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন(লিডার) সভাপতিত্ব করেন।
মহালছড়ি উপজেলা আওয়ালীগের নেতাকর্মীগণ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা মার্কার সমর্থনে প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব চিন্তা হরন শর্মা, সাংগঠনিক সম্পাদক দীপন ধর, আওয়ামী লীগের সদস্য মোঃ সুলতান মাহমুদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ জাহানারা বেগম, মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চাম্পা মারমা, হেডম্যান স্বদেশপ্রীতি চাকমা, মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ আলী ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, মাইসছড়ি ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ লাকি বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রনজিৎ দাশ ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল, মাইসছড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মনির হোসেন মেম্বার, স্থানীয় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও কর্মী সমর্থকগণ।
বক্তাগণ বক্তব্য বলেন সরকার সারাদেশের ন্যায় অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল গ্রামের আপামর জনগণ আওয়ামী লীগ সরকারের নানাধরণের উন্নয়ন করে দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে স্মার্ট বাংলাদেশের যুগে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র বিরোধী, দেশবিরোধী সংগঠন বিএনপি ও জামায়াত দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটাচ্ছে। যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। বিএনপি ও জামায়াতের হাতে দেশ ও সাধারণ মানুষ নিরাপদ নয়। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। বর্তমান আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরে রুপান্তরে কাজ করছে, সড়ক ও জনপথের চেহারা পরিবর্তন করছে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ ও এমপিওভুক্ত হয়েছে, সরকার কৃষকের মাঝে কৃষি ভূর্তকি প্রদান করছে, কমিউনিটি ক্লিনিকে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা গ্রহণ করছে, সড়ক ও জনপথের উন্নয়ন ভোগ করছে, শিক্ষার্থীরা প্রতিবছরে নতুন বই পাওয়ার আনন্দ উপভোগ করছে, গরীব অসহায় প্রান্তিক জনগোষ্ঠী মাথাগোজার ঠাই বাসস্থান বা ঘর পেয়েছে, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, উপবৃত্তি যারাই পেয়েছেন, সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে বিশ্বাস করি সেই জনগণ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকায় ভোট দিতে অনুরোধ জানান।