(রিপন ওঝা, মহালছড়ি)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ২৯৮নং আসনের পদপ্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা মার্কার সমর্থনে মহালছড়ি উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় খাগড়াছড়ি জেলা কৃষকলীগ স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চট্টগ্রামপাড়া, সিলেটিপাড়া,, চৌংড়াছড়ি মুখ, হাসপাতাল এলাকা, থলিপাড়ার কিছু অংশে,লেমুছড়ি, মাইসছড়ি বাজারে লিফলেট বিতরণ করেছে।
লিফলেট বিতরণ করার মুহুর্তে বর্তমান আওয়ামী লীগ সরকারের দেশমাতৃকার উন্নয়নে ও সকল সুযোগ সুবিধা প্রদান সম্পর্কে বিস্তারিত স্লোগান দিতে দেখা যায়।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি পিন্টু আচার্য্য, সহসভাপতি টারজেন বড়ুযা, সাধারণ সম্পাদক খোকন চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাশিং মং চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রুদ্র, জেলা কৃষকলীগের সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ আলী, সহসভাপতি কালায়ন তালুকদার ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, যুগ্ম সাধারণ সম্পাদক জয় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কোরাইসিন, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চৌধুরী জয় সহ স্থানীয় কৃষকলীগ নেতাকর্মী প্রমুখ।
মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে কিছু বসে সভাপতি রতন কুমার শীল এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সার্বিক পরামর্শে লিফলেট বিতরণ করেন।