বান্দরবান প্রতিনিধি:
দেশের বিভিন্ন স্থান হতে হারিয়ে যাওয়া ৩২ টি মোবাইল ফোন ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ১,৬৫,০৬০/- টাকাসহ একটি ফেইসবুক একাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে বান্দরবান ২ এপিবিএন।
এপিবিএন হেডকোয়ার্টার্সের সাইবার টিম এসব ফোন ও টাকা উদ্ধার করে।
আজ ২৬ ডিসেম্বর প্রেস রিলিজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ২এপিবিএন হেডকোয়ার্টার্স।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক
নির্দেশনায় ইন্টেঃ উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই মোঃ রবিউল করিম সিকদারের তৎপরতায় উদ্ধারকৃত মোবাইল ফোন, টাকা ও একটি ফেইসবুক একাউন্ট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।
তিনি জানান, মোবাইল হারানো সংক্রান্তে যথাক্রমে ১। কোতয়ালী থানার জিডি নং-২২৮৮, ২। বান্দরবান সদরন থানার জিডি নং-৭৭৯, ৩। সেনবাগ থানার জিডি নং-৮১০, ৪। বান্দরবান সদর থানায় জিডি নং-৭৫, ৫। আশুলিয়া থানায় জিডি নং-১৮১২, ৬। চরজব্বর থানার জিডি নং-৩২৭, ৭। বেগমগঞ্জ মডেল থানার জিডি নং-৯৮২, ৮। সেনবাগ থানার জিডি নং-৪৩২, ৯। টঙ্গি পূর্ব থানার জিডি নং-১৮৩৫, ১০। টঙ্গি পূর্ব থানায় জিডি নং-৪৫১, ১১। পাঁচলাইশ থানার, ১২। খাগড়াছড়ি জিডি নং-১৪২৬, ১৩। স›দ্বীপ থানার জিডি নং-৪৪২, ১৪। সন্দীপ থানার জিডি নং-৬২৫, ১৫। উখিয়া থানার জিডি নং-৪৬৮, ১৬। কাশিমপুর থানার জিডি নং-১২৯০, ১৭। চান্দগাঁও থানার জিডি নং-৩৭১, ১৮। ডবলমুরিং থানার জিডি নং-৮৩২, ১৯। কোতোয়ালী থানারজিডি নং-২৪৪২, ২০। বান্দরবান সদর থানার জিডি নং-৯৭৯, ২১। সাতকানিয়া থানার জিডি নং-১৫৯৮, ২২। উখিয়া থানার জিডি নং-৬০৪, ২৩। বান্দরবান সদর থানার জিডি নং-১০০০, ২৪। লক্ষীপুর সদর থানার জিডি নং-৯৯৮, ২৫। কক্সবাজার সদর থানার জিডি নং-২১১৪, ২৬। রাঙ্গুনিয়া থানার জিডি নং-১০৮৩, ২৭। বান্দরবান সদর থানার জিডি নং-৮৩৭, ২৮। লোহাগড়া থানার জিডি নং-৩৯৪, ২৯। উখিয়া থানার জিডি নং-৪৩৯, ৩০। উখিয়া থানার জিডি নং-৩৩৪, ৩১। উখিয়া থানার জিডি নং-৮৮২, ৩২। টেকনাফ থানার জিডি নং-৯১৯ কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম (মেটা-৪/৫/৬) কর্তৃক (Redmi note 11, Vivo Y91c, Samsung s21 ultra , Redmi 10c , Vivo Y16, Redmi 9i, Samsung A51, Redmi Note 11 pro, Samsung A52s, Oppo A16, iPhone X, Vivo Y20, Samsung A12, Infinix Hot 11 play, Vivo, Oppo A15s, Samsung, Vivo V2026, Samsung, Redmi 12, One plus 8, Redmi note 9, Samsumg A-03, Vivo V2111, Oppo A 15, Redme note 11, oppo reno 7, Vivo Y20A, Realme 8, Vivo 21, Oppo reno 06, Vivo Y21) সর্বমোট ৩২ টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্তে ১। বান্দরবান সদর থানায় জিডি নং-১০১২, ২। মুক্তাগাছা থানায়জিডি নং-৮১৭, ৩। সন্দীপ থানায় জিডি নং-৯৩২, ৪। বেগমগঞ্জ মডেল থানায় জিডি নং-১২৫১, মূলে ভিকটিমদের বিকাশ নম্বর হতে টাকা প্রেরণ করার সময় ভুলক্রমে অন্য নম্বরে চলে গেলে ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার ক্রাইম সেল উক্ত নম্বরসমূহের পরিচয় সনাক্ত করে যথাক্রমে ৬০,০০০/- টাকা, ২৮,৫৬০/- টাকা, ২৫,৫০০/- টাকা, ৫১,০০০/- টাকা উদ্ধার, এবং ফেইসবুক একাউন্ট হ্যাক হওয়া সংক্রান্তে সন্দীপ থানায় জিডি নং-১৩৪, মূলে ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার ক্রাইম সেল হ্যাককৃত ফেইসবুক একাউন্টটি পুনরুদ্ধার করে। পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের নিকট হতে অদ্য ইং ২৬/১২/২০২৩ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ৩২টি মোবাইল ফোন, বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ১,৬৫,০৬০/- টাকা, মালিকগণ গ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জনাব মোঃ শওকত আলী, ক্রাইম অ্যান্ড অপস্ শাখার ইনচার্জ এসআই (নিঃ) মাইকেল বনিক।
মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার টাকা প্রকৃত মালিকরা ফেরত পেয়ে ২এপিবিএন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।