বোয়ালখালী( চট্টগ্রাম ) থেকে আব্দুর রহমান।
চট্টগ্রামের বোয়ালখালীতে বিনামুল্যে শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়। উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকায় পৌর আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে “ মানবিক ফাউন্ডেশন” নামের সেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন করেন।
সোমবার (১ফেব্রুয়ারি) সকালে পশ্চিম গোমদন্ডী আমীর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়।
নুরুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুর্বাশার আলো চট্টগ্রাম দক্ষিনজেলা শাখার সভাপতি মোঃ সেলিম, সাংবাদিক ইয়াছিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগনেতা হামিদুল ইসলাম টিটু, হাজী মোঃ নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম সাকিব, ওমর আলী
এসময় উপস্থিত ছিলেন,মানবিক ফাউন্ডেশন লাভ ফর ম্যান এর সদস্য মুঃনিয়াজ ইসলাম রানা,মুঃবোরহান উদ্দিন,মুহাম্মদ শাহাদাত হোসেন শাকিল,মুহাম্মদ নুরুল আলম,মনিরুল ইসলাম,আর জে মাহাদি,মুহাম্মদ জাহিদুল ইসলাম,আরিফ,আমিনুল হক বুলবুল, মুহম্মদ ইস্তেহার মাহমুদ হেলাল,ইশারাত জাহান মুন্না প্রমূখ।
এছাড়াও শিক্ষার্থীদের অবিভাবক, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও এলাকার মান্যগণ ব্যক্তি উপস্থিত ছিলেন।
এদিকে প্রধান অতিথি জহুরুল ইসলাম জহুর বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সফল কার্যক্রম তুলে ধরে বলেন, সরকার শিক্ষার আলো সারা বাংলায় ছড়িয়ে দিতে বিনামূল্যে বই এবং উপবৃত্তিসহ নানা উদ্যোগ নিয়েছে। এছাড়া শিক্ষার আলোয় সারা বাংলা আলোকিত করার লক্ষ্যে সেচ্ছাসেবী সংগঠন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। পত্র পত্রিকা লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন অঞ্চলে সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্ব উদ্যোগে পথ শিশুদের পড়াচ্ছেন।
ঠিক তারই অংশ হিসেবে মানবিক ফাউন্ডেশন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উৎসাহ দেওয়ার লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরন করেন।এসময় শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে অনেকটা আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।