(রিপন ওঝা,মহালছড়ি)
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির ২৯৮ সংসদীয় আসনের পদপ্রার্থী নৌকার মাঝি কুজেন্দ্র লাল ত্রিপুরা মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন (ক্যায়াংঘাট, মাইসছড়ি, মুবাছড়ি, মহালছড়ি) হতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতীকে প্রচারণা আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ সূচনা করেন।
আজকে প্রচারণার শুভ কার্যক্রমে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ পদপ্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, সহসভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, সহসভাপতি মংক্যাচিং চৌধুরী, সহসভাপতি সাথোয়াই মারমা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জব্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক নীলোৎপল খীসা, অ্যড. সুপাল চাকমা, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাশিং মং চৌধুরী ও জেলা বিভিন্ন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
এসময়ে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, গনতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা নৌকার মাঝি হিসেবে বাছাই করেছেন। তাই জেলা আওয়ামী লীগ ও সকল উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের ঐক্যবদ্ধ থেকে নৌকার জয়লাভে বাংলাদেশ আওয়ামী লীগ ও সভাপতি মাননীয় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সবার প্রতি শ্রদ্ধাশীল আহ্বান জানাচ্ছি। তাই খাগড়াছড়ি জেলার সকল উপজেলার সকল ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল গ্রামের আপামর জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ভোগ করছে, কৃষকের মাঝে কৃষি ভূর্তকি গ্রহণ করছে, স্বাস্থ্যসেবা গ্রহণ করছে, সড়ক ও জনপথের উন্নয়ন ভোগ করছে, বছরে নতুন বই পাওয়ার আনন্দ উপভোগ করছে, সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, গরীব অসহায় প্রান্তিক জনগোষ্ঠী মাথাগোজার ঠাই বাসস্থান বা ঘর পেয়েছে, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, উপবৃত্তি যারাই পেয়েছেন বিশ্বাস করি সেই জনগণ ভোটকেন্দ্রে এসে নৌকার প্রতি অটুট সমর্থন রাখবে।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, সহসভপতি চিন্তাহরণ শর্মা, সহভাপতি নন্দন দে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দীপন ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলা দে, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুল সাত্তার ও যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, আওয়ামী যুবলীগ সভাপতি কাজল দাশ ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, ছাত্রলীগের সভাপতি রনজিৎ দাশ ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বাবলু চৌধুরী, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন মিয়া ও সাধারণ সম্পাদক অনন শীল ও সিনিয়র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন পর্যায় হতে আগত সকল সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আগামী ৭জানুয়ারি২০২৪ সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি জেলার সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুরুষ ভোটারঃ ২,৬২,০৬১জন, মহিলা ভোটারঃ ২,৫৩,২৮৫ জন, মোট ভোটারঃ ৫,১৫,৩৪৬ জন।
১৮ ডিসেম্বর সোমবার সকালে বৈধ প্রার্থীগণ আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নির্বাচনী প্রতীক বরাদ্ধ পেয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান সকল প্রার্থীদের প্রতীক বরাদ্ধের বিষয়টি প্রকাশ করেন।