সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি ( রাঙামাটি) প্রতিনিধি: বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা রাঙামাটি হিল ফ্লাওয়ার কর্তৃক স্টেকহোল্ডারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মূলতঃ partnership for resilient livelihoods in CHT region, project searing and stakeholders Mobilization meeting( PRLC)।
মঙ্গলবার(১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এঁর সভাপিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা মেডিকেল অফিসার ডাঃ শারদূল দাশ,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নুরনবী, হেডম্যান শান্তি বিজয় চাকমা।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান , প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, হিল ফ্লাওয়ার সংস্থার প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা, মনিটরিং অফিসার মিলন চাকমা, টেকনিক্যাল অফিসার অন্নদা চরণ চাকমা এবং শীলা চাকমা, বিলচান তঞ্চঙ্গ্যা’সহ সংস্থার অন্যান্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।