মো:হাবিবুর রহমান,রাঙ্গামাটি:
রাংগামাটি জেলার রিজার্ভ বাজার সংলগ্ন,নতুন পথ চলা শুরু করলো দাওয়াতে ইসলামী বাংলাদেশের পরিচালনাধীন মাদ্রাসাতুল মদীনা হিফজ ও নাজেরা বিভাগ।
ইসলামিক দীনি শিক্ষা দেওয়ার জন্য আজ সকালে এই মাদ্রাসা’টির উদ্বোধন করে দাওয়াতে ইসলামী।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:জনাব হাজী মোঃ মুছা মাতব্বর-সম্মানিত সদস্য,রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক,রাংগামাটি জেলা আওয়ামীলীগ।
বিশেষ অতিথি:জনাব শহীদুজ্জামান মহসিন রোমান,মাননীয় চেয়ারম্যান, রাংগামাটি সদর উপজেলা পরিষদ।আমন্ত্রিত মেহমান:জনাব মনিরুজ্জামান মহসিন রানা,সাবেক সদস্য,রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ।
জনাব মাওলানা আখতার হোসেন চৌধুরী,অধ্যক্ষ,তৈয়বীয়া আইডিয়াল কিল্ডার্ন গার্ডেনস।জনাব আনোয়ার মিয়া বানু,সভাপতি,রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যান সমিতি।
জনাব মোঃ হেলাল উদ্দিন,১নং ওয়ার্ড কাউন্সিলর।
জনাব মোঃ করিম আাকবর,২নং ওয়ার্ড কাউন্সিলর সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতিত্ব করেন:হাফেজ মাওলানা মুহাম্মদ নঈম উদ্দিন আল কাদেরী,খতিব ও পেশ ইমাম,রিজার্ভ বাজার জামে মসজিদ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন,ইসলামিক জ্ঞান অর্জন করার আরেকটি নতুন দিগন্ত আজ রিজার্ভ বাজারে উদ্বোধিত হলো।এর মধ্যে দিয়ে আমরা ইসলামের প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে শান্তির পথ উন্মোচিত করবো ইনশাল্লাহ।তার সাথে প্রতিটি মানুষের মাঝে প্রকৃত ইসলামিক জ্ঞান পৌছাতে পারবো আশাকরি। তার সাথে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন দাওয়াতে ইসলামিকে তাদের এই মহৎ উদ্দ্যোগ নেওয়ার জন্য এবং সর্বক্ষণ তাদের ধর্মীয় কাজে পাশে থাকবেন বলে জানান।
অতিথিদের বক্তব্য শেষে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে সভার সমাপ্তি হয়।