(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ির জেলার মহালছড়িতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
উপজেলার টাউন হল চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিশেষ আকর্ষণ স্থানীয় ক্ষুদে সংগীত ও নৃত্য শিল্পীদের উপস্থাপনায় মহান জাতীয় বিজয়-২০২৩ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় উপজেলা টাউনহলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহালছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক মুবাছড়ি ইউনিয়নের সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথি বিমল কান্তি চাকমা, বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ স্বপন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা একেএম হুমায়ুন কবির ও সকল মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য, দাপ্তরিক কর্মকর্তাদের, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাগণ, কৃতি শিক্ষার্থীদের উপস্থিতিতে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়েছে।
৫২তম মহান জাতীয় বিজয় দিবসের কর্মসূচী সিনিয়র ভাষ্যকার তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুইহ্লাঅং রাখাইন পিপলু, মহালছড়ি এপিবিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊর্মি দাশ ঝুলির সঞ্চালনায়, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত শিক্ষক রোকন মিয়াসহ পারস্পরিক কার্যক্রমে অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা, র্যালি সহকারে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠন, মহালছড়ি উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন, মহালছড়ি জাতীয় পার্টি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন, মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি শাখা, জেএসএস (এমএন লারমা), ইউপিডিএফ (গণতান্ত্রিক), মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্কুল কলেজ শহীদ স্মৃতিস্তম্ভে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।