নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানে ২ এপিবিএনের চলমান মাদক অভিযানে শাহেদুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ২এপিবিএন। এ সময় তার কাছ থেকে অবৈধ গুল্ম জাতীয় ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত শাহেদুল ইসলাম চট্টগ্রাম জেলা সাতকানিয়া থানা কেঁওচিয়া ইউনিয়নের ডেলিপাড়া গ্রামের আব্দুল জালালের ছেলে।
প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন,২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান।
প্রেস রিলিজে জানা যায়, ১৫ ডিসেম্বর ২ এপিবিএনের
এএসআই মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন মেঘলা পর্যটন কেন্দ্রের সামনে অবস্থানকালে রাত ৮টা ৫০ মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন ওয়ার্ড নং ০৫ রেইছা বাজারের যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী- ১। শাহেদুল ইসলাম (৩০), পিতা-আব্দুল জালাল আহমদ, মাতা-জুলেখা বেগম, সাং-ডেলি পাড়া, জনার কেওঁচিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হতে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গুল্মজাতীয় গাঁজা, একটি একটি সবুজ রংয়ের সিএনজি এবং একটি এ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং- ১১, তারিখঃ ১৬/১২/২৩খ্রিঃ মূলে, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
বান্দরবানে এপিবিএনের চলমান অভিযানে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Leave a comment
Leave a comment