(রিপন ওঝা,মহালছড়ি)
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির জেলার মহালছড়িতে “রোড টু স্মার্ট” বাংলাদেশ কর্তৃক স্মার্ট সদস্যদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য রেখে ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার সকাল ১০.০০ঘটিকায় বিশেষ অফলাইন ক্যাম্পেইনার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উক্ত ক্যাম্পেইনটি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল শুভ উদ্বোধন করেন এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
উক্ত প্রশিক্ষণে মহালছড়ি উপজেলার অফলাইন ক্যাম্পেইনের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চিন্তাহরণ শর্মার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ শামীম চৌধুরী, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাশিং মং চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপন ধর, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কাজল দাশ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ সাত্তার ও সাধারণ সম্পাদক আশুতোষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সহসভাপতি প্রকাশ দে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, উপজেলা ছাত্রলীগ সভাপতি রনজিৎ দাশ ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান,বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবলু চৌধুরী,সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ এবং প্রতিটি ইউনিয়ন হতে নিবন্ধনিত সদস্যগণ উপজেলা টাউনহলে উপস্থিত ছিলেন।