মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুরা পাড়ায় বন্যা দুর্গত এলাকায় আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনাইটেড ন্যাশনাল পপুলেশণ ফান্ড (ইউএনএফপিএ) ও সিইআরএফ এর অর্থায়নের উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক সহায়তায় এবং এনজিও সংস্থা গ্রীন হিল যৌথ আয়োজনের এসএমসিএইচএসডি প্রকল্পের আওতায় একটি ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. দেবরাজ চক্রবর্তী সভাপতিত্বে মোবাইল ক্যাম্পটির ফিতা কেটে উদ্বোধন করেন ভাঙ্গামুরা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উ ঙানা মহাথের।
মোবাইল ক্যাম্পটিতে সাম্প্রতিককালে পাহাড়ে ভারী বর্ষণ ও আকস্মিক পাহাড় ধস, বন্যা দুর্গত ও দুর্যোগপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত অসহায় হত দরিদ্র ও মাতৃত্বকালীন ও প্রসূতি সেবা বঞ্চিত মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে ভাঙ্গামুরা পাড়া ও পার্শ্ববর্তী এলাকার প্রায় শতাধিক নর-নারী অংশ নেন।
এসময় ভাঙ্গামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপলব মজুমদার, ভাঙ্গামুরা মারমা পাড়ার কারবারি বাচমং, কুহালং ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, পিপিভি, এনজিও সংস্থা গ্রীন হিলের প্রোগ্রাম অফিসার অং অং থোয়াই, মিডওয়াইফ, ভলন্টিয়ারসহ আরো কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভাঙ্গামুরা পাড়ায় স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত।
Leave a comment
Leave a comment