মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামুনিতে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘দারুন নাজাত হিফজুল কোরআন বালক বালিকা একাডেমি’র অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হল কক্ষে হাফেজ শরিফুল ইসলাম ও মাওলানা তারিকুজ্জামানের যৌথ সঞ্চালনায় এবং মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা নূর মোহাম্মদ।
এতে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা মুফতি মনসুরুল হক, মাওলানা দিদারুল আলম কাসেমী, হাফেজ ক্বারী মুহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা ইমাম হোসাইন, মাওলানা আবু তাহের, মাওলানা ফারুক হোসেন নবীর ও মুফতি মাইনুদ্দিন জামিলসহ উপজেলার বিভিন্ন মাদরাসার পরিচালকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ‘আজকের এই শিশুরাই আগামীদিনের হাফেজ কোরআন, যুগশ্রেষ্ঠ আলেমেদ্বীন হবে। উম্মতের এই রাহবারদের গড়ে তোলার জন্য শিক্ষক, অভিভাবকদের অধিক সচেতন ও যত্মবান হতে হবে। শিক্ষক, ছাত্র ও অভিভাবক সকলের সমন্বিত প্রচেষ্ঠাই কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। যে লক্ষ্য অর্জনে ‘দারুন নাজাত হিফজুল কোরআন বালক বালিকা একাডেমি’ সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছে। প্রতিষ্ঠানটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবদি শতাধিক ছাত্রকে হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলার পাশাপাশি অত্র অঞ্চলে দ্বীনি শিক্ষা সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে’।
এ বিষয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা-পরিচালক হাফেজ মাওলানা মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমরা চেষ্টা করি, একজন ছাত্রকে সুন্নতে নববী (সাঃ) এর আদর্শে সুযোগ্য হাফেজে কোরআন ও আলেমেদ্বীন হিসেবে গড়ে তুলতে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আমাদের ছাত্ররা সাধারণ শিক্ষায়ও শিক্ষিত হচ্ছে। তারা দেশের ইতিহাস-ঐতিহ্য লালন করার মাধ্যমে নিজেদেরকে দেশপ্রেমিক ও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছে’। প্রতিষ্ঠানটি যেন উত্তরোত্তর এগিয়ে যায়, সেইজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।