নিজস্ব প্রতিনিধি:
বান্দরবান সদর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মোঃ আরমান (২৪) নামে এক ইয়াবা ব্যবসীয়কে আটক করেছে ২ এপিবিএন। এসময় তার কাছ ৫০ (পঞ্চাশ) পিচ হালকা গোলাপী রংয়ের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুয়ালক বাজার এলাকা থেকে পাকা রাস্তার উপর উক্ত গাড়ী থামিয়ে এ অভিযান চালায় ২ এপিবিএন। আটক ব্যক্তির চট্টগ্রাম জেলা লোহাগাড়া ইউনিয়নে ধামীর ঘোনা আধুনগর মোহাম্মদ হারুন ছেলের।
প্রেস রিলিজে মাধ্যমে এসব তথ্য জানান বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ২ এপিবিএন আলী আহমদ খান।
প্রেস রিলিজে জানা যায়, কেরানীহাট হইতে বান্দরবানগামী লোকাল পূবালী বাস যাহা গাড়ী নং- চট্টমেট্রো-ব-০৫-০০৮২ গাড়ীযোগে একজন মাদক ব্যবসায়ী বান্দরবান শহরে মাদক বিক্রয়ের জন্য আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ২ এপিবিএন আলী আহমদ খান দিক নির্দেশনা বান্দরবান সদর থানা এএসআই মোঃ রবিউল করিম সিকদার সঙ্গীয় একটি টিম নেতৃত্ব দেন।
এসময় সন্দেহ হলে সুয়ালক ইউনিয়নের বাজারস্থ জেলা পরিষদ টোল আদায় চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর গাড়ী থামিয়ে যাত্রীবাহী বাসটির গতিরোধ করা হয়। পরে বাসের ভেতর তল্লাশি চালিয়ে ৫০হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরমানকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে জানানো হয়।
বান্দরবান বাসে ইয়াবাসহ একজন আটক।
Leave a comment
Leave a comment