প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় চট্টগ্রাম থেকে দোহাজারী যাচ্ছিল ট্রেনটি। বেলা সোয়া ১১টার দিকে কালুরঘাট ব্রিজে সাইকেল আরোহী এক যুবক ব্রিজে উঠে যায়। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিলো।
সেতুর পূর্ব পাড়ের রেলওয়ের গেইটম্যান মো. লোকমান হোসেন বলেন, ‘ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। কেমন করে তিনি সেতুতে উঠে পড়েছিলেন জানি না।
ঘটনাস্থলে থাকা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান বলেন, ‘নিহতের পরিচয় জানা যায়নি। কাটা পড়ে বিকৃত হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।