অর্নব মল্লিক,কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে গত ১৮ জানুয়ারী কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর নোয়াপাড়া এলাকা হতে জব্দকৃত ২১ টি বালতি( চোলাই মদ তৈরীর জন্য), ২০ লিটার চোলাই মদ, মদ তৈরীর ওয়াশ বিজ্ঞ আদালতের আদেশে ধ্বংস করা হলো।
রবিবার(৩১ জানুয়ারী) সকাল ১১ টায় কাপ্তাই এর ন্যাশনাল পার্ক এলাকায় কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত থেকে জব্দকৃত এই উপকরণ ধ্বংস করেন। এইসময় কাপ্তাই থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ গত ১৮ জানুয়ারী কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ এক অভিযানে চোলাই মদ সহ মদ তৈরীর সরঞ্জামাদী আটক করেন এবং সেই সাথে ওয়াগ্গা নোয়াপাড়া এলাকার মায়াংচিং মারমা(৩৮), চুইক্রাউ মারমা(৩০), মাবুথয় মারমা(৪৫) ও মিসেমা মারমা(৩০) কে আটক করা হয়।
এই বিষয়ে কাপ্তাই থানার এসআই ফারুক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। কাপ্তাই থানায় মামলা নং ৩৬(১) এর ২৪(ক) /৩৭।