মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়ডলু পূর্বাণী ক্লাব আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বড়ইতলী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বড়ডলু একাদশ।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বড়ডলু উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলার প্রথম ইনিংসে নির্ধারিত ৮ ওভারের ৯ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে বড়ডলু একাদশ। জবাবে ৯ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে বরইতলী একাদশ। ফলে ৩ রানের ব্যবধানে জয় লাভ করে বড়ডলু একাদশ।
খেলা শেষে ক্লাবের সভাপতি মো. হাসান আলী মাষ্টারের সভাপতিত্বে ও সুজন চন্দ্র দাশের সঞ্চালনায় শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন তিনটহরী ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদ, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. শাহ আলম প্রমূখ।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও খেলায় সেরা ব্যাটসম্যান মানিক মাহমুদ, সেরা বোলার ফজল করিম ও উদীয়মান সেরা খেলোয়াড় হিসেবে প্রকাশ দাশকে পুরস্কার প্রদান করা হয়।