মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার উত্তর গাড়ীটানা শ্রী শ্রী সার্বজনীন শ্যামা কালী মন্দিরে শ্যামা পূজা উদযাপন করা হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে প্রবাস ত্রিপুরার সভাপতিত্বে ও পূণ্য কুমার ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার, ইউপি চেয়ারম্যান মো. আবদুল মতিন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামাউন ফরাজী সামু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, ইউপি সদস্য মো. জসীম উদ্দিন ও মো. মহিউদ্দিন প্রমুখ।
পূজা উদযাপনের অংশ হিসেবে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেয় সনাতন ধর্মাবলম্বী নর-নারীরা।