সাইফুল ইসলাম (রামগড়) খাগড়াছড়ি:
উদ্বেগ ও আতংকের মধ্য দিয়ে খাগড়াছড়ির নয়টি উপজেলায় অবরোধের ৪র্থ দফার ১ম দিন অতিবাহিত। কোথাও বড়ধরণের অঘটনের কোনো খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে খাগড়াছড়ি শহরে অধিকাংশ মার্কেট ও বিপণীবিতান ছিল বন্ধ। গেইট লাগিয়ে ব্যাংক বীমার কার্যক্রম পরিচালিত হয়। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম ।
এদিকে খাগড়াছড়ি জেলা থেকে দূরপাল্লার কোনে যাত্রীবাহী বাস ও ট্রাক ছেড়ে যায়নি এবং খাগড়াছড়িতে এসেও পৌঁছায়নি। সর্বত্র ছিল আতংক।পুলিশ ছিল সম্পূর্ণ সতর্কাবস্থায়। ফলে শহরের কোথাও দীর্ঘ পিকেটিং করতে পারেনি বিএনপি কর্মীরা।
এছাড়া অন্যান্য উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ৪৮ ঘন্টার অবরোধ পালিত হচ্ছে তবে কোথাও হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা শহর ও উপজেলা শহরে ভারী যান চলাচল বন্ধ থাকলেও রিকশা, অটোরিকশা কিছুটা চলাচল করে।সব মিলিয়ে খাগড়াছড়িতে অবরোধের ৪র্থ দফার ৪৮ ঘন্টা অবরোধের ১ম দিন কঠোর ও শান্তিপূর্ণভাবে কেটেছে।
উল্লেখ যে “””গত ২৮ অক্টোবর ঢাকায় এক দফা এক দাবী আদায়ের লক্ষ্যে বিএনপির ডাকা শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশের অতর্কিত হামলা – সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের উদ্বগতির”নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ৪র্থ দফার ৪৮ ঘন্টা দেশব্যাপী এই অবরোধ পালন করছে বিএনপি।৪র্থ দফা র ৪৮ ঘন্টা অবরোধ রবিবার ১২ নভেম্বর সকাল থেকে শুরু হয় এবং শেষ হবে ১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৬টায়।