সাইফুল ইসলাম ” রামগড়।
আজ ১১ নভেম্বর ২০২৩ ইং বাংলাদেশ আওয়ামীলীগ এর অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে ” তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়েও দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করেছে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ।
দিবসটি উপলক্ষে ১১ নভেম্বর (শনিবার) সকালে ১০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন’ সকাল ১১ টায় র্যালি অনুষ্ঠিত হয়’ র্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পণ ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির প্রতি শ্রদ্ধা সহ ৭৫’এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুর ১২ টায় রামগড় লেকপাড়ে রামগড় উপজেলা যুবলীগ এর সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফা হোসেন ” উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কার্বারী “রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং পাতা ছড়া ইউপি”র চেয়ারম্যান কাজী নুরুল আলম (আলমগীর), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম মজুমদার প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ_ সহযোগী সংগঠনের নেত্ববৃন্দ।
উল্লেখ যে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালে ১১ নভেম্বর শেখ ফজলুল হক মণির নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা লাভ করে তারই ধারাবাহিকতায় প্রতি বছর এই দিনে দেশ ব্যাপী দিবসটি পালিত হয়।