(রিপন ওঝা,মহালছড়ি)
মহালছড়িতে আজ ৭নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ঘটিকায় দলীয় অফিসে নেতাকর্মীদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।।
মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজেন উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নন্দন দে, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রিপন ওঝা, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনজিৎ দাশ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বাবলু চৌধুরী।
এ সময়ে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলা দে, উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ সুলতান মাহমুদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কাজল দাশ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সহসভাপতি প্রকাশ দে, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়া, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল ও সকল ইউনিয়ন হতে আগত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন পর্যায় হতে আগত সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
উক্ত প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক দীপন ধর সঞ্চালনা করেন ও গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন সহসভাপতি চিন্তাহরণ শর্মা এবং তিনিই উক্ত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন।
তিনি এসময়ে বক্তব্য বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার উন্নয়নের রুপকার জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিয়ে ২৯৮ নং আসনকে দেশের উন্নয়নের রুপকার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি উপস্থিত সবাইকে প্রস্তুত থাকতে বলেন। তিনি আরো বলেন শেখ হাসিনার নেতৃত্বে গতিশীলভাবে উন্নয়ন তরান্বিত হচ্ছে, আর বিরোধী দল বিএনপি জামায়াত শিবির রাজপথে নেমে অবরোধ বা হরতালের নামে অগ্নিসন্ত্রাস জ্বালাও পোড়াও করে দেশ ধ্বংসলীলা করছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছে দিতে সহযোগী হিসেবে আমরা সকল নেতাকর্মী রাজপথে থাকবো।