কাপ্তাই প্রতিনিধি:-
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,যুব রেড ক্রিসেন্ট কাপ্তাই উপজেলা টিম ও রাঙ্গামাটি জেলা ইউনিটের আয়োজনে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার (৬সেপ্টেম্বর) দুপুর ২টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপি RCRC BASIC AND FIRST AID ট্রেনিং সম্পন্ন হয়। সমাপনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা টিম দলের দলনেতা মো.আসিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উচচ বিদ্যায়ল প্রধান শিক্ষক মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন। এসময় কাপ্তাই উপজেলা ও জেলা ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা দলনেতা আসিফুল ইসলাম জানান কাপ্তাই উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট দল গঠন করা হয়েছে। এবং ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেনিং সম্পন্ন হয়েছে। কাপ্তাই উচ্চ বিদ্যালয় রেড ক্রিসেন্ট দল ছিলো ১৬ তম শিক্ষা প্রতিষ্ঠান। সমাপনী প্রশিক্ষণে ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।