ফয়সাল মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (০৫ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার ১২টি ইউনিয়নের ১১৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সব কেন্দ্রে ভোট হচ্ছে ব্যালট পেপারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল), জাকের পার্টির শামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশানাল পিপলর্স পার্টির সেলিম মাহামুদ (আম)।
এদিন সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি কেন্দ্রে দুই শতাধিক নারী ও পুরুষ ভোটার দেখা যায়। তবে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটারের উপস্থিতি শূন্য দেখা গেছে।
এদিকে অধিকাংশ ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি কম, ভোট গ্রহন শুরু হওয়ার ১ ঘন্টায় মধ্য বাঞ্চানগর এন আহমদিয়া কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১২টি। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানায় সাধারণ ভোটাররা।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি জানান, এ উপ-নির্বাচনে ১৪৫টি কেন্দ্রের ৮২৭টি বুথে ইভিএম-এ ভোটগ্রহণ করার জন্য ১৪৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৯৫২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক হাজার ৯০৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এছাড়া নিরাপত্তার জন্য প্রতি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তাসহ ৪ জন পুলিশ সদস্য এবং ১২ জন আনসার ও ভিডিপি দায়িত্বপালন করছেন। এখানে মোট ভোটার তিন লাখ ৩৯ হাজার ৯৮ জন।
লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন, লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপ-নির্বাচনকে ঘিরে ৪ স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ নিবার্চন ঘিরে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। প্রতিটি ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্র গিয়ে তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে। একটি গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট গ্রহণ হবে। ভোট কেন্দ্র ভিত্তিক পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোট কেন্দ্র নিরাপত্তা জোরদার লক্ষে ২৩টি মোবাইল টিম দুই থানা এলাকায় ৭টি স্ট্রাইকিং ও ৪টি স্পেশাল টিম রয়েছে। যেখানেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, লক্ষ্মীপুর-৩ সদর আসনে ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত। সুষ্ঠ নির্বাচেনের লক্ষে ১২ ইউনিয়নে ১৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত. গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু হয়। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।