হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলীতে জাতীয় যুব দিবস ২০২৩ পালন করা হয়েছে।
বুধবার (০১ নভেম্বর) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় দিবসের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে।
অনুষ্ঠানে যুবদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, কৃষি অফিসার আবুল খায়ের, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা যুবক যুবতীরা।
আলোচনা সভা শেষে যুবক যুবতীদের মাঝে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।