উথোয়াইচিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (৩০.০১.২০২১) তারিখ সকাল ১০ টায় জেলা শহরের ক্যাফে তং রেষ্টুরেন্টের হল রুমে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য সিংইয়ং ম্রো।
দৈনিক বাংলাদেশের আলো বান্দরবান প্রতিনিধি উথোয়াইচিং মারমার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসবে পার্বত্য জেলা পরিষদ সদস্য সত্যহা পাঞ্জী, বয়োজ্যোষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক জনতা পত্রিকার বান্দরবান প্রতিনিধি এম.এ. হাকিম চৌধুরী, দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা, বান্দরবান রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার মংসানু মারমা, দৈনিক যায় যায় দিন পত্রিকার ক্যমুইঅং, মাছরাঙা টিভির কৌশিক দাশ গুপ্ত, এস এ টিভির উশৈথোয়াই, নিউজ২৪ টিভির ইয়াছিনুল হাকিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।