লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর ০৩ আসনে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু পক্ষে নৌকা মার্কার সমর্থনে মিছিল করেছে ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে এ মিছিল করা হয়।
মিছিলটি ভবানীগঞ্জ চৌরাস্তার বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিন করে ভবানীগঞ্জ স্কুল মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।সমাবেশে ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপত্বিতে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শিপনের সঞ্চলনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল খালেক বাদল,শ্রমবিষয়ক সম্পাদক মোঃ আজাদ হোসেন রিপন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি,সদর থানা আওয়ামীলীগ নেতা এমরান মাহমুদ রুবেল সহ প্রমুখ।
এদিকে একই সময় নৌকা মার্কার সমর্থনে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যেগে এ মিছিল করা হয়।
মিছিলটি চাঁদখালী বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিন করে চাঁদখালী এরব উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে লাহারকান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম মুরাদের সভাপত্বিতে ও সাধারন সম্পাদক ফজলুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা আমজাদ মাষ্টার,সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রফেসর আবুল বাশার, শিক্ষা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ,ত্রান বিষয়ক সম্পাদক আহমেদ শরীফ সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।