কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক মোঃ আবুল বাশার কাউখালী উপজেলার শিলছড়ি মাধ্যমিক বিদ্যালয়, তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও হারাঙ্গী পাড়া মাধ্যমিক বিদ্যালয় সহ ৩টি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক আবুল বাশারকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সফরসঙ্গীরা অর্ভ্যাথনা জানান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক আবুল বাশার বিদ্যালয় পরিদর্শনকালে বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা প্রসারে মূল ভূমিকা রাখতে হবে। শিক্ষার গতিশীলতা ফিরিয়ে আনতে হবে। প্রতিটি শিক্ষকের দায়িত্ববোধ থেকে প্রতিপালন অত্যাবশ্যক। শিক্ষার্থীদের মনোযোগী করে তোলার দায়িত্ব প্রত্যেক শিক্ষককের কর্তব্য। বর্তমানে দেশের শিক্ষা ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রতিযোগীতা মুলক গড়ে তুলতে হবে। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান ও পরিচালনা পর্ষদের কঠোর ভাবে সহযোগী হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান।
বিদ্যালয় পরিদর্শন কালে সফরসঙ্গী ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজাই মারমা, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংক্যজ চৌধুরী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক আবুল বাশার প্রতিটি স্কুলে নিজেই কয়েকটি ক্লাসে পাঠদানে মনোনিবেশ করেন।