নিউটন চাকমা
কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-
সারাদেশের ন্যায় কাউখালীতে শেখ রাসেল দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে ঘাগড়া উচ্চ বিদ্যালয়, ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় ও কাউখালী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কাউখালী উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমুহে বিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিচালনা কমিটির যৌথভাবে জাতির জনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্ম বার্ষিকীতে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা,
র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংঙ্কন ও কবিতা আবৃত্তি আয়োজন করা হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।