খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ০২ডিসেম্বর ২৩ তম পার্বত্য শান্তিচুক্তি দিবস ২০২০ উপলক্ষে ১১.৩০ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোনের আওতাধীন ধুমনীঘাট ক্যাম্প হতে ৩ কিঃমিঃ পশ্চিম দিকে পংখীমুড়া নামক এলাকায় ২৫ ইবি মহালছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় অত্র এলাকার হত-দরিদ্র ও অসহায় ২৫ টি পাহাড়ি পরিবারের মাঝে চাউল- ০৫ কেজি,ডাল- ০১ কেজি,আটা – ০২ কেজি,তৈল- ০১ লিটার,বিস্কুট- ০১ প্যাকেট, নুডুলস-০১প্যাকেট ত্রাণ সামগ্রী শীত বস্ত্র ৪৫ জন, কিটনাশক মশারি ১৬৫ জন এবং ৪০ জন শিশুদের মাঝে বই বিতরন করা হয়।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের ২৫ ইবি মহালছড়ি জোনের ক্যাপ্টেন রেজভী আহমেদ সার্বিক সমন্বয়ক উপস্থিত ছিলেন।