মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- অজানাকে জানার উদ্দেশ্যে বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা রোভারের ২৩টি ইউনিটের শতাধিক সদস্যদের অংশগ্রহণে বার্ষিক হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভারের আয়োজনে মানিকছড়ি মং রাজবাড়িতে রোভার স্কাউটের প্রার্থনা সঙ্গীত পরিবেশনের মাধ্যমে হাইকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ রোভার গ্রুফের আরএসএল মো. মনির হোসেনের সঞ্চালনায় ও মানিকছড়ি মং রাজবাড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি কুমার সুইচিং প্রু এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীনা নাছরিন। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভারের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন।
এসময় মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম শাহ ই আলম, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কে আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মানিকছড়ি এগ্রো ফার্মের ম্যানাজার বাদল বরণ সেন, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলার ২৩টি ইউনিটের ১২০ জন রোভার ও গার্ল-ইন রোভার সদস্য মানিকছড়ি মং রাজবাড়ি থেকে মানিকছড়ি ডিসি পার্কে উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় তারা উপ-দল ভিত্তিক ভাগ হয়ে যাত্রা করে। মূল গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিটি উপ দলকে কম্পাস ও কদম হিসাব, গুপ্তধন উদ্ধারসহ বিভিন্ন ধাপ পাড়ি দিতে হয়।
হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণের মূল পর্ব শেষে মানিকছড়ি ডিসি পার্কে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীনা নাছরিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এতে বক্তব্য রাখেন মানিকছড়ি মংরাজ বাড়ি মুক্ত রোভার গ্রপের সভাপতি কুমার সুইচিং প্রু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার মো. নাজিম উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, খাগড়াছড়ি জেলা স্কাউট রোভার দলের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন প্রমূখ।