অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়ন এর দুর্গম এলাকা থেকে একটি বণ্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার রাইখালী ইউনিয়ন এর মতিপাড়ার দুর্গম কাঁঠালতলী এলাকা থেকে বণ্যহাতির মৃতদেহটি উদ্ধার করেছে বনবিভাগ।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম জানান, আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টার দিকে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হাতিটির মৃত্যুর খবর পেয়েছি।
পরে কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী সহ আমরা ঘটনাস্থলে সকাল ১০টায় পৌছায়। সেখানে গিয়ে মৃত হাতিটির মরদেহ আমরা উদ্ধার করেছি। তবে হাতিটির বয়স অনেক বেশী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারনে হাতিটির মৃত্যু হতে পারে।
এছাড়া তিনি জানান, এই বিষয়ে বন বিভাগ কতৃক চন্দ্রঘোনা থানায় জিডি করা হবে এবং যেই স্থানে হাতিটি মারা গেছে সেই স্থানে মাটি খুঁড়ে হাতিটি পুঁতে ফেলা হবে।