ফয়সাল মাহমুদ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা’র দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের এক বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি পদে আব্দুল্ল্যাহ আল মাছুম ও ইমরান হোসেন-কে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) বিকেল বেলা চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব বলেন, দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের নতুন নেতৃত্বের কাছে আমার প্রত্যাশা সামনে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য প্রতিটি ওয়ার্ড ছাত্রলীগকে সুসংগঠিত করে নৌকার বিজয় সুনিশ্চিত করবে তারা।